বলরামপুর: চল্লিশ উর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে "ওয়ান ডে ৪০+ ফুটবল টুর্নামেন্ট" বলরামপুর কলেজ মাঠে
বলরামপুর ওল্ড স্টার এফ সি ফুটবল ক্লাবের উদ্যোগে।বর্তমানে মোবাইলের যুগে মাঠ বিমুখ যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে এবং যুব সমাজকে নেশা মুক্তির বার্তা দিয়ে, চল্লিশঊর্ধ খেলোয়াড়দের নিয়ে "ওয়ান ডে ৪০+ ফুটবল টুর্নামেন্ট" অনুষ্ঠিত হচ্ছে বলরামপুর কলেজ মাঠে। প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা ছাড়াও,বর্ধমান,মেদিনীপুর এবং পার্শবর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করে।