বেশ কয়েকটি ICDS সেন্টারে চালের অভাব।তাই রান্না বন্ধ।অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল সরবরাহ বন্ধ থাকার কারণে পুষ্টি কর খাবার থেকে বঞ্চিত হচ্ছে হুড়া ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ী কেন্দ্রের গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু সহ অন্যান্য প্রাপকরা। প্রতিদিন কেন্দ্র গুলিতে নিয়মিত আসছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অথচ তারা অসহায়, রান্না করে পুষ্টিকর মিড ডে মিল থালাতে তুলে দিতে পারছেন না প্রাপকদের।যদিও এই বিষয়ে রবিবার বিকাল সাড়ে চারটার সময় জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপ