ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হঠাৎ মৃত্যুর খবর পরিবারের কাছে আসতেই হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত বৈরাট গ্রামে শ্রমিকের পরিবার ভেঙে পড়েছে। মৃত শ্রমিকের নাম মোবারক আলী। হায়দ্রাবাদের একটি মাংস কোম্পানি কাজ করতেন।হঠাৎ রবিবার রাতে ওই শ্রমিকের মৃত্যুর খবর পরিবারের কাছে আসে। শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে যান রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেহ ফিরিয়ে আনা এবং মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ।