গণ্ডাছড়া: ৫.৬৭ কোটি টাকার মার্কেট উপেক্ষিত, রাস্তা দখল করে বসছে জুমিয়া ও কৃষকেরা: গন্ডাছড়ার বাজারে বিশৃঙ্খলা #jansamasya
পাঁচ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয় -এ নির্মিত গন্ডাছড়ার সব্জি মার্কেটকে উপেক্ষিত রেখে গোটা বাজারের মূল সড়কের দুইপাশ দখল করে নিজেদের মর্জিমাফিক ব্যবসা করে চলেছে এলাকার কৃষক এবং জুমিয়ারা।