ইসলামপুর: মাধ্যমিক পরীক্ষার ভয়-ভীতি কাটাতে পরীক্ষার্থীদের মক টেস্টের আয়োজন করেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির
মাধ্যমিক পরীক্ষার ভয়-ভীতি কাটাতে ও এক প্রস্থ নিজেকে ঝালিয়ে নিতে পরীক্ষার্থীদের মক টেস্টের আয়োজন করেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির। সমিতির উদ্যোগে আজ শুরু হয়েছে মক শহরে স্থানীয় ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে । মহকুমা এলাকায় জুড়ে চলছে এই মক টেস্টের পরীক্ষা। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোন সম্পাদক জয়ন্ত দে জানান যথেষ্টই সাফল্য রয়েছে বিগত দিনেও আমরা এই মক টেস্ট পরীক্ষা নিয়েছি এবং ছাত্রছাত্রীরা এতে যথেষ্টই সাফল্য অর্জন করেছে