বলরামপুর: বাঘাডি গ্রামে মহালয়ার ভোরে পিতৃ-তর্পণে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়
বলরামপুরের বাঘাডি গ্রামে পিতৃ তর্পনের জন্য মহালয়ার ভোরে পুকুরে স্নানে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো যুবকের।মৃত যুবকের নাম অশোক মোদক(৩৭)।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠাবেন বলে জানা গেছে।