শ্যামপুুর ২: হাওড়া শ্যামপুরের খোলাবেড়িয়া শুভেচ্ছা সংঘের লক্ষ্মীপূজো
হাওড়া শ্যামপুরে মেতে উঠেছে লক্ষ্মীর আরাধনায়। কোজাগরী লক্ষ্মী পূজোর জনপ্রিয়তা রয়েছে।বাঙালির বারো মাসে তেরো পার্বণে কাটোয়ার কার্তিক পূজো,বারাসতের কালীপূজোর মতোই হাওড়া গ্রামীণ এলাকার জোকা, খালনা, শ্যামপুরের নাকোল সহ কয়েকটি এলাকায় বেশ জাঁকজমকপূর্ণ সর্বজনীন লক্ষ্মী পূজো হয়।আর সেগুলির বেশীর ভাগ ই থিম নির্ভর । তবে এবার শ্যামপুরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের খোলাবেড়িয়া শুভেচ্ছা সংঘের পূজোকে ঘিরে।