হাড়োয়া: পিয়ারা স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার শিবির
হাড়োয়া ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পিয়ারা বুথ নং ২০৭ ও ২০৮ এবং মল্লিকপুর বুথ নং ১৯৩ এই তিনটি বুথ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বপ্নের প্রকল্প "আমাদের পাড়া আমাদের সমাধান" এবং দুয়ারে সরকার এর দশম পর্ব ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত পিয়ারা স্কুলে।উপস্থিত ছিলেন হাড়োয়ার বি.ডি.ও অতনু ঘোষ, জয়েন্ট বি.ডি.ও অনিমেষ পাল, ব্লকের ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল, হাড়োয়া থানার