এগরা ১: খুরুটিয়ায় সরকারের অনুদানপ্রাপ্ত পূজা মন্ডপে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ দায়ের থানায়,তদন্তে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার এগ্রার খুরুটিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গো পূজোর মণ্ডপের সামনে টাঙ্গানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমন্বিত টেক্সট রাতের অন্ধকারে ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সুত্র জানা গেছে এই কমিটি পুজো রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত একটি অন্যতম দুর্গাপুজো সেই কারণে মুখ্যমন্ত্রী ফ্লেক্স মন্ডপের বিভিন্ন স্থানে লাগানো ছিল গভীর রাতেকে বা কারা এই ফেক্সগুলি ছিঁড়ে দেয় |এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ |