নলহাটি ২: আকালিপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে গুহ্যকালী মন্দিরে পুজো দেওয়ার ভিড় ও বসেছে মেলা
পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি উপলক্ষে সকাল থেকেই নলহাটি দুই নম্বর ব্লকের আকালীপুর বহু প্রাচীন মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্যকালী মন্দিরের পুজো দেওয়ার ভিড়। পৌষ সংক্রান্তি কে আবার মকর সংক্রান্তি বলা হয় সেই উপলক্ষে ব্রাহ্মণী নদীতে স্নান সেরে পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার জন্য ভীড় জমিয়েছেন বহু দূর দুরান্ত থেকে বহু মানুষ। সেই সাথে বনভোজনেরও মেতেছে ওই পুজো দিতে আসা মানুষজন। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা।