সোমবার বেলা তিনটা নাগাদ তপন ব্লকের ৯ নম্বর আউটিনা অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৩৫ জন কৃষকের হাতে সরিষার বীজ তুলে দেওয়া হলো। তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) কিষান ক্ষেতমজুর কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বীজ বিতরণ করেন কমিটির সহ-সভাপতি শাজাহান মণ্ডল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আসন্ন রবি মরসুমে কৃষকদের চাষে উৎসাহ দেওয়া এবং উৎপাদন বৃদ্ধি করা। বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে সরিষা চাষের পদ্ধতি, সার প্রয়োগ ও সঠিক সময়ে সেচ সংক্রান্ত বিষয়ে আলোচন