কুলতলি: কুলতলী বিধায়কের কার্যালয়ে বিএল ও ২ দের নিয়ে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ শিবির ও কর্মশালা
কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের উপস্থিতিতে বিধায়ক কার্যালয় জামতলায় অনুষ্ঠিত হলো বি এল ও টু দের নিয়ে প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সহ কুলতলী বিধানসভা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।