বিলোনিয়া: বিলোনিয়া টাউন হলে মৎস্য দপ্তরের জেলা উপ অধিকর্তার উদ্যোগে আয়োজিত মৎস্যচাষী ও মৎস্যজীবিদের মধ্যে এক দিবসীয় কর্মশালা
২০ সেপ্টেম্বর শনিবার বেলা একটা নাগাদ বিলোনিয়া টাউন হলে মৎস্য দপ্তরের জেলা উপ অধিকর্তার উদ্যোগে আয়োজিত মৎস্যচাষী ও মৎস্যজীবিদের মধ্যে এক দিবসীয় কর্মশালা ও সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান। ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্ৰস্থ মৎস্যচাষীদের ক্ষতিপূরণ এর প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মৎস্যচাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় বিভিন্ন সামগ্রিক তথা বেড় জাল, আইস বক্স প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত,