গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের ঘোড়াপিঞ্চা ও বেতকলা প্রাথমিক বিদ্যালেয়ের ছাত্রছাত্রীদের হাতে পুজোর আগে নতুন পোশাক তুলে দিল ২টি সংগঠন
গোপীবল্লভপুরের প্রত্যন্ত এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুজোর উপহার দিল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার ঘোড়াপিঞ্চা প্রাথমিক বিদ্যালয় এবং বেতকলা প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের জন্য দুর্গাপূজার নতুন পোশাক,পাঠ্য সামগ্রী এবং মিড ডে মিলের পাতে পুষ্টিগুণ সম্পন্ন খাবার তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার এসো হাত বাড়াই এবং গোপীবল্লভপুর মানবিক সংগঠন এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।