দুবরাজপুর: সিউড়ি জেলা কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক — উপস্থিত বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ও বিধায়ক অনুপ কুমার সাহা
নতুন দায়িত্বপ্রাপ্ত বিধানসভা ইনচার্জ, জেলা পদাধিকারী ও প্রমুখ কার্যকর্তাদের নিয়ে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ সিউড়ি জেলা কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।