পুরুলিয়া ১: কাসাই নদীর সন্নিকটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যুবক, হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের
কাঁসাই নদীর সন্নিকটে ট্রেনে ধাক্কায় গুরুতর আহত এক যুবক নাম কৃষ্ণপদ মাহাতো, বাড়ি উচালি গ্রামে। স্থানীয় লোকেরা তড়িহড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দেহ টি আজ ময়নাতদন্তে পাঠানো হবে দেবের মাহাতো সদর হাসপাতাল হাতোয়াড়ার মর্গে।