বলরামপুর: শ্রী মদ্ভাগবত পাঠ মহাপুরান জ্ঞান যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে বাঁশগড় গ্রামে ঘটকলশ শোভা যাত্রার আয়োজন
শ্রী মদ্ভাগবত পাঠ মহাপুরান জ্ঞান যজ্ঞ অনুষ্ঠানের শুভারম্ভ উপলক্ষে রবিবার বলরামপুর ব্লকের বাঁশগড় গ্রামের নামোপাড়া হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলো ঘটকলশ শোভা যাত্রা,ধর্মীয় এই শোভা যাত্রায় অংশ নিলেন গ্রামের কয়েকশত মহিলা ও কুমারী মেয়েরা।