বিলোনিয়া: বড়পাথরী বাজারে নাট মন্দিরে জেলা পর্যায়ে সূচনা হলো “সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের,মেঘা স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়
বড়পাথরী বাজারে নাট মন্দিরে জেলা পর্যায়ে সূচনা হলো “সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের,মেঘা স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়।১৭ সেপ্টেম্বর বেলা ২ ঘটিকা থেকে সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের সূচনা হয়।নারীর সুস্বাস্থ্য মানেই সমাজের শক্তি—এই বার্তাকেই সামনে রেখে আজ ১৭ সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন আয়োজিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে ৯২ জন রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।