পুরাতন মালদা: মালদা থানা পুলিশের মানবিক উদ্যোগের নজির দেখা গেল শনিবার সন্ধ্যায়
মালদা থানা পুলিশের মানবিক উদ্যোগের নজির দেখা গেল শনিবার সন্ধ্যায়। হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মালদা থানা প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্তারা। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফিরে পাওয়া নাগরিকরা এবং পুলিশ প্রশাসনের এই মানবিক ভূমিকার প্রশংসা করেন এলাকাবাসী।