আউশগ্রাম ১: IFA-এর ‘সেরা সহকারী রেফারি’ পুরস্কারে সম্মানিত গুসকরার হামিরা, তাকে সম্বর্ধনা দিল ছাত্র সমাজ
গুসকরার ক্রীড়াজগতে এখন উজ্জ্বল নক্ষত্র আলুটিয়ার হামিরা আনসারি। ফুটবল মাঠে তাঁর নির্ভুল সিদ্ধান্ত এবং ধারাবাহিক দক্ষতার স্বীকৃতি হিসেবে IFA তাঁকে প্রদান করেছে ‘সেরা সহকারী রেফারি’ সম্মান। এই সফলতাকে সম্মান জানাতে এবার এগিয়ে এল গুসকরা মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। তারা শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হামিরা আনসারিকে সম্বর্ধনা দিল।