গণ্ডাছড়া: সেবা পাক্ষিক: রাইমাভ্যালি মন্ডল কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবির ও স্বচ্ছ ভারত অভিযান,
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে গোটা দেশের সাথে সেবা পাক্ষিক -এ বহু কর্মসূচী হাতে নিয়েছে রাইমাভ্যালি মন্ডল কমিটি। প্রধানমন্ত্রী শ্রীমোদির দীর্ঘায়ু কামনা করে বুধবার দুপুরে স্বাস্থ্য শিবির এবং স্বচ্ছ ভারত অভিযান সহ আরো বহু কর্মসূচী হাতে নিয়ে ময়দানে নেমেছে রাইমাভ্যালি মন্ডল কমিটি সহ অন্যান্য বিভিন্ন মোর্চার সদস্যরা। তাছাড়া গত মঙ্গলবার রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে গন্ডাছড়া সদর বাজারে অনুষ্ঠিত হয় একটি ৱ্যালি এবং পথসভা।