দুবরাজপুর: দুর্গাপুর মেডিকেল কলেজে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বালিজুরিতে বিজেপির মিছিল
দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার রাত্রি আটটা নাগাদ দুবরাজপুর চার নম্বর মন্ডলের উদ্যোগে বালিজুরি অঞ্চলের বালিজুরি গ্রামে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও বহু বিজেপি কর্মী-সমর্থক। তাঁরা স্লোগান তোলেন “নারী নির্যাতনের বিরুদ্ধে এক হও”, “দোষীদের ফাঁসি চাই”।