কলেজপাড়া সৎসঙ্গ বিহার বেথুয়াডহরী উৎসব প্রাঙ্গনে আজ ১১ই জানুয়ারী, ২০২৬ (বাংলা - ২৬শে পৌষ, ১৪৩২) রবিবার, পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেবের অমিয় আশীর্বাদে পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দের শুভ ১৩৮-তম জন্ম মহা-মহোৎসব সৎসঙ্গ বিহার বেথুয়াডহরীতে সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মহা-সমারোহে উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে আজ বেথুয়াডহরী বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেথুয়া ডহরি কলেজ পাড়ার মূল মন্দির থেকে বের হয়।