কালিয়াচক ১: মধু ঘাটে ভাগিরথী নদীতে পড়ে যাওয়া ডাম্পার গাড়িকে উদ্ধার করলো পুলিশ
রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে মধুঘাট ব্রিজের নিচে পড়ে যায় একটি ডাম্পার। তাতে আহত হয় চালক এবং খালাসী। আজ সোমবার দুপুরে সেই ডাম্পারটিকে উদ্ধার করে পুলিশ। তাতে দুটি ক্রেন এবং এন এইচ আই এর আধিকারিকেরা উপস্থিত ছিল। পাশাপাশি ব্রিজের পাশের রেলিংটি ভেঙে গাড়িটি পড়ায় সেই স্থানে ফের দুর্ঘটনার ঘটার আশঙ্কা ছিল। সেই অংশটিকে লালফিতা ও বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ।