কুলপি: কামারচকএলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার দুজন ডায়মন্ড হারবার আদালতে তোলে
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত কামার চক এলাকায় জমি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক গন্ডগোলের জেরে ধারালো অস্তের কোপ মানে এক ব্যক্তিকে এই ঘটনায় শনিবার দিন দুজনকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে পাঠায় কুলপি থানার পুলিশ ওই দুজনকে ।