বাগদা: আজ বাগদা থানার উদ্যোগে বিভিন্ন বিদ্যালযের প্রশিক্ষিত ছাত্রীদের দশভূজা প্রকল্পের অন্তর্গত শক্তি কর্মসূচির শংসাপত্র প্রদান
আজ বাগদা থানার উদ্যোগে বিভিন্ন বিদ্যালযের প্রশিক্ষিত ছাত্রীদের দশভূজা প্রকল্পের অন্তর্গত শক্তি কর্মসূচির শংসাপত্র প্রদান অনুষ্ঠান উজ্জাপিত হলো হেলেঞ্চা স্কুলে। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার এডিশনাল এসপি, বাগদা এসডিপিও, বাগদা ওসি সহ পুলিশের অন্যান্য আধিকারিকারা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা।