বড়জোড়া ব্লকের সাহাড়জোড়া দেবদাস ধীবরের ছেলে বিজয় ধীবর আশুড়িয়ার কালীমাতা ফ্যাক্টরি তে কর্মরত অবস্থায় মারা যায়। আজ ফ্যাক্টরি মালিকের পক্ষ থেকে মৃত ছেলের পিতা কে চেক প্রদান করা হলো উপস্থিত ছিলেন বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী ও বড়জোড়া থানার আইসি।