মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: গুধিয়া বকুলতলা মোড় থেকে দৌলতাবাদ কেওড়াতলা বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের শুভ শিলান্যাস হলো বৃহস্পতিবার
সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া অঞ্চলের গুধিয়া বকুলতলা মোড় থেকে দৌলতাবাদ কেওড়াতলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৯.৫৬ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের বোর্ড বসিয়ে এই কাজের শুভ সূচনা করা হয় বলে জানান মুর্শিদাবাদ জেলাপরিষদের সদস্য মগরেব সরকার।