গলসি ২: দুর্গার হাত ধরে দামোদর নদী থেকে উদ্ধার হল দেবী দুর্গার মূর্তি গলসি থানার দাদপুরের ঘটনা
দুর্গার হাত ধরে দামোদর নদী থেকে উদ্ধার হল দেবী দুর্গার মূর্তি। পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের দাদপুর গ্রামের যুবক দুর্গাচরণ বিশ্বাস সহ তার চার পাঁচ জন বন্ধু মিলে শনিবার রাতে এলাকার দামোদর নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল। ফাঁদ জাল তুলতে গিয়ে তার পায়ে অস্বাভাবিক কিছু স্পর্শ হয়। টর্চের আলো ফেলতে দেখা যায় জালে একটি মূর্তি আটকে রয়েছে। রাতে মূর্তিটি না ছুঁয়ে রবিবার সকাল ৮টায় দুর্গাচরণ বিশ্বাস সহ তার চার পাঁচ বন্ধু সেই মূর্তিটি উদ্ধার করে