কুলতলি: মধ্য পূর্ব গুড়গুড়িয়ায় দুর্গা প্রতিমায় বিবর্তনের পথে মানুষ তুলে ধরা হয়েছে
বিবর্তনের পথে মানুষ, আর তেমনি চিত্র তুলে ধরা হয়েছে সুন্দরবন লাগোয়া কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার মধ্য পূর্ব গুড়গুড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে।এ বিষয় নিয়ে তারা কি জানাচ্ছেন শুনুন তাদের মুখ থেকে।