আউশগ্রামের কল্যাণপুরের বাসিন্দা ভাস্কর মুখোপাধ্যায়ের SIR আতঙ্কে শনিবার মৃত্যু হয়েছে বলেই দাবি তার পরিবারের। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তিনি এদিন আনুমানিক বিকাল ৫টা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বিধায়কের সঙ্গে ছিলেন আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ অনান্যরা।