মন্তেশ্বর: বাংলার ভোট রক্ষা ক্যাম্প সাতগেছিয়ায়
রাজ্যে এসআইআর শুরু হওয়ার সাথে সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে দিকে দিকে চলছে ‘বাংলার ভোট রক্ষা’ ক্যাম্প। সেই মোতাবেক শুক্রবার সকাল থেকে বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার্থে মন্তেশ্বর বিধানসভার সাতগেছিয়া ১ অঞ্চলে শুরু হলো বাংলার ভোট রক্ষা শিবির। এদিন সড়ড়া ২৬১ নং বুথে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন সাতগেছিয়া ১ অঞ্চলের উপ প্রধান।