সুতি ২: গণতন্ত্র বাঁচাতে পথে কংগ্রেস! সুতিতে কেন্দ্র-রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো স্লোগান
মুর্শিদাবাদ জেলার সুতির ব্যাংকডুবি আয়োজন করা হয় এক পথসভা। “ভোট চোর, গদি চোর” এই তীব্র স্লোগানকে সামনে রেখে এদিনের সভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের উদ্যোগে। শনিবার বিকেলে জানা গিয়েছে, সুতির দু’নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের বক্তব্যে একাধিকবার উঠে আসে কেন্দ্র ও রাজ্য সরকারের ‘অসফল নীতি’ ও ‘জনবিরোধী কর্মকাণ্ড’-এর অভিযোগ।