সোমবার সকাল দশটা নাগাদ হরিপাল ডাকবাংলোয় অনুষ্ঠিত হল জনতার দরবার। জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাতে বসেন হরিপালের বিধায়িকা করবী মান্না। এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে। জনতার দরবারে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, পানীয় জল, সামাজিক সুরক্ষা সহ নানা নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও দাবি উঠে আসে।