ব্যারাকপুর ২: ৫২ কিলো গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করল জেটিয়া থানার পুলিশ পেশ করা হলো ব্যারাকপুর আদালতে
গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জেটিয়া থানার পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে পাল্লাদাহো এলাকা থেকে কলকাতা গামী একটি পাটবোঝাই লরিতে আটক করে এবং লরি থেকে ৫২ কেলো গাজা উদ্ধার করা হয়, গ্রেপ্তার করা হয় তপন বালা কাজল সরকার ও শিব চন্দ্র রায় কে ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় জেটিয়া থানার পুলিশের পক্ষ থেকে