বাগদা: অন্য ব্যক্তিকে বাবা সাজিয়ে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে এস আই আর এর ফর্ম জমা
নিজের বাবা মৃত, বাবার নামে অন্য ব্যক্তিকে বাবা সাজিয়ে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে এস আই আর এর ফর্ম জমা দিয়েছে তিন ভাই । ই আর ও এর কাছে লিখিত অভিযোগ দায়ের সাজানো বাবার । শুরু রাজনৈতিক তরজা । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মন্ডবঘাটা গ্রামের ঘটনা। এই বিষয়ে আজ বাগদাতে অভিযোগকারী কি বলছেন শুনবো।