এগরা ১: বিদূরগ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে রণক্ষেত্র, অস্থায়ী ঘরের ছাউনিতে আগুন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
এগ্রার ব্রিদুল গ্রামের জমি সংক্রান্ত বিবাদে রণক্ষেত্র চেহারা নেয়উত্তেজনায় বস ভর্তি হয়ে এলাকার একটি অস্থায়ী ছাউনিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনাস্থলে এসে পৌঁছায় এগুলা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি জায়গা একাধিক ব্যক্তিকে বিক্রি করা নিয়ে গোলমাল এরপর দখলদারি নিয়ে বিকৃত জমির মালিকদের মধ্যে বছর শুরু হয় পরে মারপিট শুরু হয় |উত্তেজিত হয়ে একপক্ষের ঘরের ছাউনিতে আগুন লাগানো অভিযোগ ওঠে|ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে |