পাথরপ্রতিমা: ময়রার চকের এক বাসিন্দাকে লোন করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ দিগম্বরপুরের এক বাসিন্দার বিরুদ্ধে
পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের ময়রার চকের ১ বাসিন্দাকে ১ মাসের মধ্যে ৪ লাখ টাকা লোন করে দেওয়ার টোপ দিয়ে তার থেকে নগদ সাড়ে ৬৪ হাজার টাকা নেয় দিগম্বরপুরের ১ বাসিন্দা, টাকা দেওয়ার পর বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, সেই টাকার জন্য দিগম্বরপুরের বাসিন্দার বাড়িতে যায় ময়রার চকের বাসিন্দা, আজ ঢোলাহাট থানায় অভিযোগ জানিয়েছেন তিনি