পুরুলিয়া ১: অবৈধ মদের বিরুদ্ধে পথে নামল প্রমিলা বাহিনী বেলকুড়ি গ্রামে
অবৈধ মদের বিরুদ্ধে প্রতি নামলো এবার প্রমিলা বাহিনী। ঘটনাটি ঘটেছে ১ নম্বর ব্লকের অন্তর্গত বেলকুড়ি গ্রামে শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মফঃ থানার পুলিশ তাদের দাবি কোনমতে গ্রামে মদ বিক্রি করা যাবে না সেই চিত্র তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।