আউশগ্রাম ১: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের সহায়তায় MSME শিবির অনুষ্ঠিত হল গুসকরা পুরসভায়, শিবির পরিদর্শন করলেন পুরপ্রধান
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের সহায়তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে MSME ও বস্ত্র দপ্তরের উদ্যোগে ‘শিল্পের সমাধানে শিবির’ শুরু হল গুসকরা পুরসভায়। সোমবার এই শিবিরে ভীড় জমান শিল্প উদ্যোগীরা। এদিন আনুমানিক দুপুর সাড়ে ৩টা নাগাদ শিবির পরিদর্শন করেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সাধনা কোনার সহ পুর কাউন্সিলররা। জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প সামগ্রীর যেমন শিবিরে স্টল বসেছে।