সোমবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফক্করের হাট এলাকার মেয়ে ঝুনু বর্মন সম্প্রীতি শীতলকুচি ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে । এদিন ঝুনু বর্মনের এই সাফল্যের জন্য ফক্করের হাট এলাকায় ঝুনু বর্মনের বাড়িতে গিয়ে ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেয়।