ইটাহার: ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে লরির কেবিন থেকে উদ্ধার চালকের মৃতদেহ
লরির কেবিন থেকে চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ইটাহার চৌরঙ্গী মোড় এলাকায়। মৃতের নাম প্রদীপ বর্মন(৪৭)। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার নেতাজীপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন ভোরে পাট বোঝাই লরিটি রায়গঞ্জ এর দিক থেকে মালদহ মুখী যাওয়ার পথে চৌরঙ্গী মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়।