ভয়াবহ অগ্নিকান্ড হুগলির গুড়াপে।পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটি লরি। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক বিকেল চারটে নাগাদ সার্ভিস রোডের পাশে দাঁড়িয়ে ছিল একটি খর বোঝাই লরি। বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে গুড়াপের ঘোষলার কাছে হাইরোডের বাইপাসে হাইভোল্টেজ ইলেকট্রিক তারে ঠেকে আগুন ধরে যায় ওই খড় বোঝাই লরিটিতে। আগুনের লেলিহান শিখায় প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় খড় বোঝাই লরিটি।ঘটনার,,