পুরুলিয়া ১: কুড়মি সমাজ আন্দোলন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
আজ 20 সেপ্টেম্বর বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন স্টেশনে কুড়মি সমাজের রেল টেকা ও ডহর ছেকার ডাক দিয়েছিল।সেই ডাকে পুরুলিয়াতে সেরকম প্রভাব না পড়লেও বিকেলের দিকে কটশিলা স্টেশনে প্রভাব পড়েছিল এবং বহু ট্রেন বাতিলও হয়েছে। কটশিলা স্টেশনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও পাথর ছোড়াও হয়। আহত হয় বেশ কিছু পুলিশ কর্মী,আন্দোলনকারী ও সাংবাদিকও এবিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চিত্র বিকেলের