আসন্ন ২০২৬ গঙ্গাসাগর মেলা ৮ই জানুয়ারি শুভ উদ্বোধন হবে তার আগেই গঙ্গাসাগরের মেলার শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মঙ্গলবার দিন, পরিবহন দপ্তরের মন্ত্রী। সেহাসিস চক্রবর্তী, চলো উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিকেরা কচুবেড়িয়া হেলিপ্যাড ময়দান বেনুবন সহ একাধিক পয়েন্টগুলি খতিয়ে দেখেন মন্ত্রী। শেষ পর্যায়ের কাজের।।