দার্জিলিং-পালবাজার: লোকজড়ো করতে না পারায় দার্জিলিংয়ের লেবং স্টেডিয়ামে জনসভা করলেন না অমিত শা,ম্যাল রোডে কটাক্ষ BGPM সভাপতির
লোক জড়ো করতে না পারায় দার্জিলিংয়ের লেবং স্টেডিয়ামে জনসভা করলেন না ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। রবিবার বিকেল ৫ টা নাগাদ এমন ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শা কে কটাক্ষ করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের সভাপতি তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।