কুলতলি: আজ শ্যামা পূজা আর শেষ মুহূর্তে তুলির টান ব্যস্ত কুলতলীর প্রতিমা শিল্পী
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম আলোর উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা তথা কালীপূজা।আর এই কালীপূজা উপলক্ষে চারিদিকে সাজু সাজে রব। আর কয়েক ঘন্টা পর পূজা শুরু হবে। শেষ মুহূর্তের তুলির টানে ব্যস্ত কুলতলির প্রতিমা শিল্পী। এ বিষয় নিয়ে কি জানালেন শুনুন তারই মুখ থেকে।