মেখলিগঞ্জ: প্রথমবারের মতো হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা পরিচালনের গুরু দায়িত্ব দেওয়া হলো কনভেনর কমিটিকে
আগামী জানুয়ারী মাসে হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা অর্থাৎ বার্ষিক ইসালে সাওয়াব। ইসালে সাওয়াব কমিটি ভেঙ্গে প্রথম মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো কনভেনর কমিটিকে। সুষ্ঠুভাবে মেলা পরিচালনের জোর প্রস্তুতি শুরু করেছে কনভেনর কমিটি। জানা যায় এ-ই কনভেনর কমিটিতে হুজুরের ওয়ারিশ সহ মোট ২৬ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে হুজুরের ওয়ারিশ গন জানান, "এবারেই প্রথম কনভেনর কমিটির হাতে এ-ই গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।"