পুরুলিয়া ১: তিনটি বিধানসভা কে নিয়ে সাংগঠনিক বৈঠক করলো বিজেপি এক নম্বর মন্ডল কার্যালয়ে, উপস্থিত বিজেপি নেতৃত্বরা
2026 এর বিধানসভা নির্বাচনের আগে বলরামপুর ,বাগমুন্ডি এবং জয়পুর এই তিন বিধানসভার বিশিষ্ট কার্যকর্তা মণ্ডল সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হলো বলরামপুর বিজেপি এক নম্বর মন্ডল কার্যালয়ে আজ দুপুরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জেলা সভাপতি সভাপতি শংকর মাহাত, এছাড়া মন্ডল ওয়ানের সভাপতি বিশাল দুবে।