ডেবরা: রাধামোহনপুর বন্ধু গোষ্ঠীর পরিচালনায় কোজাগরী লক্ষ্মীপূজোর উদ্বোধন করলেন বিডিও
সোমবার রাত্রি আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় রামামনপুর বন্ধু গোষ্ঠীর পরিচালনায় কোজাগরী লক্ষ্মী পূজার উদ্বোধন করলেন ডেবরা ব্লক এর বিডিও প্রিয়ব্রত রাড়ি।সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সৌমেন গোসাহ অন্যান্যরা। কেটে কেটে এই পুজোর উদ্বোধন করেন বিডিও।